ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের ভোট গণনা আপাতত ১০ দফা পর্যন্ত ভোট গণনা স্থগিত রাখা হলো
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সম্পন্ন হল দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের ভোট গণনা। সারাদিনের উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার আবহে ১০ দফা পর্যন্ত ভোট গণনার পর আপাতত গণনা প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। আগামীকাল আরো ২২ দফা গণনা হবে। সূত্র মারফত খবর, বুধবার ১০ দফা গণনা শেষে সভাপতির পদের প্রার্থী সঞ্জীব কুন্ডু ৫৭ টি ভোটে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা গত তিন বছর ধরে সভাপতির দায়িত্বে থাকা দেবব্রত সাই এখনও পর্যন্ত পেয়েছেন মোট ৭৯ টি ভোট।