বারাসত ২: ব্লক সভাপতির নেতৃত্বে লড়াই হবে,পাথরা গ্ৰামে বললেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ
ব্লক সভাপতির নেতৃত্বে লড়াই হবে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ বারাসত ২ ব্লকের পাথরা গ্ৰামে এস আই আর নিয়ে প্রতিবাদ সভার শেষে বললেন, বারাসত ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসের আলী মন্ডল। তিনি বলেন,এস আই আর হোক বা যে কোনো সন্ত্রাস হোক তার লড়াই হবে বারাসত ২ ব্লক তৃণমূলের সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে। বিস্তারিত কি বললেন,আসের আলী মন্ডল শুনুন।