কাঁকসা: রাজবাঁধ চটি এলাকায় ১৯নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কোলকাতা গামী রাস্তায় কাত হয়ে গেলো ছোট চারচাকা,আহত চালক
সড়ক দুর্ঘটনায় আহত হল এক জন। ঘটনাটি ঘটেছে কাঁকসার রাজবাঁধ চটি সংলগ্ন এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে কাঁকসায়। একদিকে প্রবল বৃষ্টি অন্যদিকে বেহাল অবস্থা জাতীয় সড়কের। যার ফলে একটি ছোট চারচাকা গাড়ি আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতা গামী রাস্তায় কাত হয়ে দাঁড়িয়ে যায়।