পাণ্ডবেশ্বর: জসীমঠের মত ধসের কবলে পড়তে পারে পশ্চিম বর্ধমান জেলার কয়লা খনি অঞ্চল রানীগঞ্জ পাণ্ডবেশ্বর সিলমোহর দিলেন বিরোধী দলনেতা
জসীমঠের মত ধসের কবলে পড়তে পারে পশ্চিম বর্ধমান জেলার কয়লা খনি অঞ্চল রানীগঞ্জ। এবার খুনি এলাকায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কথাকেই সিলমোহর দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি শনিবার বিকেল সাড়ে চারটের সময় পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধে কালীপুজোর উদ্বোধনে এসে বলেন,"কখন রাণীগঞ্জ, পাণ্ডবেশ্বর, বারাবনি জামুরিয়া কখন যে ধপ করে পড়ে যাবে কেউ জানে না। ইসিএলের যদি পাঁচটা বৈধ খনন থাকে তাহলে ৫০ টা অবৈধ খনন।" বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই