ইংরেজবাজার: মালঞ্চ পল্লী সার্বজনীন দুর্গা উৎসব! পূজোর থিম ভাঙা গড়া, নবমীর রাত্রে ভিড় দর্শনার্থীদের
মালঞ্চ পল্লী সার্বজনীন দুর্গোৎসব। তাদের পুজোর থিম ভাঙ্গা গড়া। কোন জিনিস ভেঙ্গে গেলে আমরা নতুন করি তাই নতুন জিনিসের মেলবন্ধনে তৈরি করা হয়েছে গোটা মন্ডপ। আজ বুধবার মহানবমীর সন্ধ্যা নামতে জানো, জনসমুদ্র এই প্রজ মণ্ডপে।