নলহাটি ২: সিমলান্দি গ্রামে বহু পুরনো লক্ষ্মী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় গ্রামবাসীদের ভিড়
আট ই অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নলহাটি দুই নম্বর ব্লকের সিমলান্দি গ্রামে লক্ষ্মী প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা বের হয়। শুক্লা চতুর্দশীতে পূর্ণিমায় দীর্ঘদিন ধরে ওই গ্রামে হয়ে আসছে এই লক্ষ্মী প্রতিমার পুজো মহা ধাম করে। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিয়েছেন গ্রামের মানুষ। প্রতিমা গোটা গ্রাম প্রদক্ষিণ করে স্থানিয় পুকুরে বিসর্জন দেওয়া হবে।