বড়ঞা: 'আমি তোমাকে বিয়ে করব না', প্রেমিকার কথায় আত্মঘাতী কিশোর! শোকের ছায়া ফতেপুরে
আমি তোমাকে বিয়ে করব না। প্রেমিকা কথা সহ্য না করতে পেরে আত্মঘাতী কিশোর। ঘটনায় শোকের ছায়া মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার ফতেপুর গ্রামে। পুলিশ জানিয়েছেন মৃতের নাম সহোদেব ঘোষ। প্রেমিকাকে ভিডিও কলে শেষ বার দেখে আত্মহত্যা সহোদেবের।মঙ্গলবার বিকেলে নাগাদ মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে তার বাবার মৃত্যু হয়। তারপর থেকে মা ও দাদার সঙ্গে ছোট্ট সংসারেই বসবাস করত সহোদেব। জীবিকার জন্য একটি গাড়ি চালাত সে।