নন্দীগ্রাম ১: টানটান উত্তেজনার মধ্য দিয়ে আজ মহম্মদপুর মাদ্রাসার বোর্ড নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করলো CPI(M)ও তৃণমূল
পূর্ব মেদিনীপুর জেলার শতবর্ষ প্রাচীন সিনিযার মাদ্রাসা গুলির মধ্যে অন্যতম মহম্মদপুর সিনিয়ার মাদ্রসা। এই মাদ্রাসার পরিচালক সমিতির বোর্ড নির্বাচন আগামী ২৬শে অক্টোবর।আজ ছিল মনোনয়নপত্র দাখিলের দিন। মোট আসন সংখ্যা৬,মোট ভোটার প্রায় ৬৫০জন।দুপুর ২টা পর্যন্ত মোট১৫টি মনোনয়নপত্রজমা পড়েছে বলে সূত্র মারফৎ জানাগেছে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে সব কটি আসনে মনোনয়নপত্র দাখিল করে CPIM ও তৃণমূল কংগ্রেস। উল্লেখ তৃণমূল মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রার্থীদের নিয়ে মিছিল করে মনো