ভগবানপুর ২: ভাইবোনের সুসম্পর্ক ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে আজ ভাইফোঁটায় আনন্দে মাতল পাঁউশীর অন্ত্যোদয অনাথ আশ্রম
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ও ভূপতিনগর থানার পাঁউশীর অন্ত্যোদয় অনাথ আশ্রমে সেই দৃশ্যই ধরা পড়ল—পরিবার নেই, তবু স্নেহ-আদরের অভাব নেই কোথাও আশ্রমের ছোট ছোট মেয়েরা যাদের ‘দাদা’ বলে ডাকে, তাদের কপালে পরাল শুভ ফোঁটা, হাতে বাঁধল রাখির মতো সুতো, আর ঠোঁটে ফুটল আশীর্বাদের মিষ্টি হাসি। সকাল থেকেই বিকেল পর্যন্ত আশ্রম প্রাঙ্গণ মুখরিত হাসি-আনন্দে, ভাইবোনের টানেই যেন ভরে উঠল চারদিক।