রানাঘাট ২: ডাকাত সন্দেহে পায়রাডাঙ্গা থেকে গ্রেফতার 6 জন দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র, ঘটনায় নাম জড়ালো এক তৃণমূল নেতার
ডাকাত সন্দেহে পায়রাডাঙ্গা থেকে গ্রেফতার 6 জন দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র, ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতার। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে রানাঘাট পুলিশ গোপন সূত্রে খবর পায় পায়রাডাঙ্গা এলাকায় সন্দেহজনক ভাবে 6 জন জমায়েত হয়েছে। আর এর পরই রানাঘাট পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছে 6 জনকে গ্রেফতার করে। পরে তাদের তল্লাশি চালিয়ে 2 জনের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত 6 জনের মধ্যে 1 জন নাবালক হওয়ায় তাকে কৃষ্ণনগর জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে।