নবদ্বীপ: রাস উৎসবের আগে ভট্টপাড়া থেকে তেঘরিপাড়া বাজার,বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু করল নবদ্বীপ পৌরসভা
Nabadwip, Nadia | Oct 21, 2025 মঙ্গলবার দুপুরে পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের ভট্টপাড়া থেকে তেঘরিপাড়া বাজার পর্যন্ত ক্রমশ খানাখন্দে ভরে ওঠা রাস্তা সম্পূর্ণ পিচ দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করল পৌরসভা,আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী রাস উৎসব,রাস উপলক্ষে বিভিন্ন দেবদেবীর পুজো শেষে শহরজুড়ে অনুষ্ঠিত হয় আড়ং ও পৌরসভা পরিচালিত রাস কার্নিভাল,প্রতিবছরের মত এ বছরও প্রতিটি রাস্তাকে চলমান করে তোলার লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে শুরু হয় বিভিন্ন রাস্তা মেরামতের কাজ।