বালি-জগাছা: দাসনগর থানা তে দাস নগর থানা ও সিটি পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো উৎসর্গ কর্মসূচি উপস্থিত মন্ত্রী ও পুলিশ আধিকারিকরা
হাওড়া দাসনগর থানা এবং সিটি পুলিশের উদ্যোগে দাস নগর থানা তে অনুষ্ঠিত হলো উৎসর্গ কর্মসূচি। শুক্রবার আনুমানিক এগারোটা ৪৫ নাগাদ এই উৎসর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়.দাসনগর থানা এবং সিটি পুলিশের পক্ষ থেকে উৎসর্গ কর্মসূচির মাধ্যমে দাসনগর থানা তে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা