ধর্মনগর: সেন্ট্রালরোড স্থিত UTZP অফিসের কনফারেন্স হলে এক বৈঠক করলেন বাগবাসার বিধায়ক যাদব লাল দেবনাথ
সোমবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের সেন্ট্রালরোড স্থিত উত্তর ত্রিপুরা জিলা পরিষদের অফিসের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদব লাল দেবনাথ, কালাছড়া আরডি ব্লকের চেয়ারম্যান সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ।