নবদ্বীপ: সুবর্ণজয়ন্তী বর্ষকে স্মরণীয় করতে ফাঁসিতলা পূজা মন্ডপে রক্তদান শিবিরের আয়োজন রুদ্রানী মহিলা দুর্গোৎসব কমিটির
Nabadwip, Nadia | Sep 26, 2025 শুক্রবার দুপরে ফাঁসিতলা এলাকায় রুদ্রানী মহিলা দুর্গোৎসব কমিটির পরিচালনায় সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করতে এক রক্তদান শিবিরের আয়োজন করেন সদস্যরা,প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে সার্বজনীন দুর্গোৎসব ও রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা,উপস্থিত ছিলেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা,বিশিষ্ট কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম,জাতীয় শিক্ষক বিজন কুমার সাহা,স্থানীয় কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য সহ অন্যান্য কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিগণ।