রঘুনাথপুর ১: রঘুনাথপুর ব্লক কমিউনিটি হলে বাংলার ভোট রক্ষা কর্মসূচিতে তৃণমূলের রঘুনাথপুর ১ব্লক ও শহরের BLA 2 দের প্রশিক্ষণ শিবির
রঘুনাথপুর ব্লক কমিউনিটি হলে বাংলার ভোট রক্ষা কর্মসূচিতে তৃণমূলের রঘুনাথপুর ১ব্লক ও রঘুনাথপুর শহর BLA2 দের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়ার রঘুনাথপুর শহরের ব্লক কমিউনিটি হলে।উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সহ সভাপতি সূষেণ মাজী,জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয় ব্যানার্জী, জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী মীনু বাউরি,রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি,হাজারি বাউরি,রঘুনাথপুর ১ব্লক তৃণমূলের সভাপতি প্রকাশ সিংদেও সহ অন্যান্যরা।