দিনহাটা ২: চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা আয়োজিত
চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা আয়োজিত। মঙ্গলবার সকাল ১০টায় মহাষ্টমীর পূর্ণ তিথিতে এই কুমারী পূজা আয়োজিত হয়। দিনহাটা মহকুমার সীমান্তবর্তী এলাকা চৌধুরীহাটে চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত দুর্গাপূজায় এদিন নিয়ম নিষ্ঠার সঙ্গে কুমারী পূজা আয়োজিত হয়। এই কুমারী পূজা দেখতে ভিড় জমায় অগণিত ভক্তরা।