রামপুরহাট ২: মারবা শহর গ্রামে রাতে অনুষ্ঠিত হলো এক ধর্মীয় জলসা।
রামপুরহাট দু’নম্বর ব্লকের মারগ্রাম থানার অন্তর্গত কালুহা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হলো এক ধর্মীয় জলসা। মারবা সহর গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানটি শুরু হয় মঙ্গলবার রাত ৮টা থেকে।এদিনের জলসায় এলাকার শতাধিক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। ইসলাম ধর্মের নানা দিক নিয়ে আলোচনা ও ধর্মীয় গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অনন্য পরিবেশ তৈরি করে। স্থানীয় মানুষদের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।