পুরুলিয়া ২: BJP ও তৃণমূল ছেড়ে পুরুলিয়া জেলা পার্টি অফিসে কংগ্রেসে যোগদান করলেন সাঁতুড়ীর বালিতোড়া অঞ্চলের ২৫০ জন ব্যক্তি
বিজেপি ও তৃণমূল কংগ্রেস দল ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান করলেন রঘুনাথপুর বিধানসভার সাতুরি ব্লকের বালিতোড়া অঞ্চলের ২৫০ জন ব্যক্তি । আজ বিকালে পুরুলিয়া জেলা কংগ্রেসের পার্টি অফিসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা নতুন দলে যোগদান করেন ।