পুরুলিয়া ১: হারাধন মাহাতোর ৪৫ তম স্মৃতির ফুটবল খেলা অনুষ্ঠিত হলো গোলবেড়া গ্রামে ,উপস্থিত বিশিষ্টজনেরা
আজকে স্বর্গীয় হারাধন মাহাতো ৪৫ তম স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত হলো ১নং ব্লকের গাঁড়াফুসড়া গ্রাম পঞ্চায়েতের গোলবেড়া গ্রামে। ফাইনাল খেলাতে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, সহসভাধিপাতি সুজয় বন্দ্যোপাধ্যায়, সমজসেবক উজ্জ্বল কুমার, সমজসেবক সৌমেন বেলথরিয়া, বিশিষ্ট সমাজ সেবক সুসেন মাঝি ,প্রাক্তন বিধায়ক শক্তিপদ মাহাতো ,পুরুলিয়া ১নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মাবতি মাহাতো, গাঁড়াফুসড়া, ডিমডিহা, চাকলতোড়এর প্রধান।