হরিণঘাটা: আত্মগোপন করেও মিললনা রেহাই, পকস মামলায় পলাতক থাকা অভিযুক্তকে কাগদ্বীপের মাঝ সমুদ্র থেকে গ্রেফতার করলো হরিনঘাটা পুলিশ
আত্মগোপন করেও মিললনা রেহাই, পকস মামলায় পলাতক থাকা অভিযুক্তকে মাঝ সমুদ্র থেকে গ্রেফতার করলো হরিনঘাটা থানার পুলিশ। সূত্রের খবর, গত কয়েকমাস আগে হরিনঘাটা থানা এলাকার বাসিন্দা এক নাবালিকার পরিবার বনগাঁ এর বাসিন্দা এক যুবকের নামে হরিনঘাটা থানায় নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করে। অভিযোগ সেই মামলার তদন্ত শুরু করে পুলিশ অপহৃত নাবালিকাকে গ্রেফতার করলেও পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পরে সেই মামলায় পকস এক্ট যোগ হলেও সন্ধান মিলছিলনা অভিযুক্তের।