শীতলকুচি: ভাঐরর থানা অঞ্চল অফিস প্রাঙ্গনে বন্যা কবলিত মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ, উপস্থিত জেলা তৃণমূল চেয়ারম্যান
রবিবার শীতলকুচি ব্লকের ভাঐর থানা অঞ্চল অফিস প্রাঙ্গণে ভাঐরথানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষদের ত্রাণ বিচরণ করা হয়। জানা যায় গত কয়েকদিন আগে গোটা উত্তরবঙ্গে বিভিন্ন এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। আর এই পরিপ্রেক্ষিতে শীতলকুচি ব্লকের ভাঐরথানা মানসাই নদীর চর এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বন্যা কবলিত ভাঐরথানার চর এলাকার মানুষদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো।