বহরমপুর: আচমকার জেলাকংগ্রেসের বড়সড় সিদ্ধান্ত
হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতিবদল
জানালেন জেলা কংগ্রেস মুখপাত্র বহরমপুরে
কর্মী সভার নাম করে জনৈক ব্যক্তির কাছ থেকে ৫০০০০ টাকা চাঁদার দাবি করাই জুলফিকার আলীকে কংগ্রেস থেকে অনির্দিষ্টকালের জন্য অপসারণ করা হলো।হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি পদ থেকে অপসারণ করা হলো জুলফিকার আলীকে। পরিবর্তে দলের এই দায়িত্ব দেওয়া হলো মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক ও ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি জাহাঙ্গীর সা কে, পুনরায় হরিহরপাড়া ব্লক কংগ্রেসের দায়িত্ব দেয়া হলো জাহাঙ্গীরকে সোমবার বহরমপুর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে