খাতড়া: খাতড়া লিজেন্ডস্ ক্লাবের মণ্ডপে নেমে এসেছে ঢোলকপুর; ছোটা ভীমের দুনিয়ায় মজেছে শহরবাসী
Khatra, Bankura | Oct 21, 2025 ঢোলকপুর নেমে এসেছে খাতড়ায়! শহরের দাসের মোড় থেকে কংসাবতী স্কুলের আগে পৌঁছলেই চোখে পড়ছে রঙিন কার্টুনের গ্রাম। খাতড়া লিজেন্ডস্ ক্লাবের নবম বর্ষের কালীপুজোয় এবার থিম ‘ছোটা ভীমের ঢোলকপুর’। বাঁশ, কাপড়, খড় আর চট দিয়ে সাজানো মণ্ডপে জীবন্ত হয়ে উঠেছে ভীম, চুটকি, রাজু, কালিয়া, জগ্গু বাঁদর, রাজা ইন্দ্রবর্মা আর রাজকুমারী ইন্দুমতী। রাতের আলোয় ঝলমল করছে ঢোলকপুরের রাজপ্রাসাদ, বাজার আর মজার লাড্ডুর স্টল। ছোট থেকে বড়—দর্শনার্থীদের ঢল নেমেছে মণ্ডপে।