সীতাই: সিতাই ডাউয়াবাড়ি গ্রামের নাপিতের টারী এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য
সিতাই ডাউয়াবাড়ি গ্রামের নাপিতের টারী এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বছর ৩৫ এর দিপু বর্মন নামে এক যুবকের। মৃত ওই যুবক পেশায় টোটো চালক ছিলেন। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায়, সাত বছর আগে দিপুর বিয়ে হয়। তার এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। এদিন ঘটনার সময় তার স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। দিপুর বাবা-মা দুজনেই প্রয়াত।