সাব্রুম: আদালতের রায় থাকা সত্বেও সাব্রুম থানা থেকে লুধূয়া এডিসি ভিলেজের উওম দাসের ব্যাটারি অটো রিলিজ করা হচ্ছে না
মাননীয় আদালতের রায় থাকা সত্বেও সাব্রুম থানা থেকে সাব্রুমের লুধূয়া এডিসি ভিলেজের উওম দাস পিতা বীরেন্দ্র দাস এর আটক কৃত ব্যাটারি অটো রিলিজ করা হচ্ছে না সাবরুম থানা থেকে। ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো না দিতে পারায় উওম দাস সংবাদ মাধ্যমে অক্ষেপ করেন বেলা 11 টা নাগাত । সম্প্রতি সাব্রুম থানার পুলিশ TR 0A 4184 চালক উওম দাস সহ ২ জন যাত্রী কে আটক করে।