বিশালগড়: অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ব্লক লেভেল রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
শনিবার দুপুরে বিশালগড় অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ব্লক লেভেল রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের SMC কমিটির মেম্বার সুজয় দে, OSD বিশ্রামগঞ্জ ডিস্ট্রিক্ট জোনাল অফিসার এন্থনি দেববর্মা সহ অন্যান্যরা।