মথুরাপুর ২: জব কার্ডের সাথে আধার কার্ড ও ফোন নাম্বার লিঙ্ক করা নিয়ে বার্তা দিলেন দিঘীরপাড় বকুলতলা অঞ্চলের প্রধান
মথুরাপুর ২ নম্বর ব্লকের দিঘির পাড়া বকুলতলা অঞ্চলে শুরু হয়েছে জব কার্ডের সাথে আধার কার্ড ও ফোন নাম্বার লিঙ্ক করার কাজ ।আর এ বিষয়ে আজ অর্থাৎ শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন দিঘীরপাড় বকুলতলা অঞ্চলের প্রধান অশোক কাসারি চলুন শুনে নেওয়া যাক সরাসরি পাবলিক অ্যাপে তিনি ঠিক কি বললেন।