রাজগঞ্জ: উত্তরপাড়া মিলনমোড় এলাকায় পিক আপ ভ্যান দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা শ্রমিকেরা
ফের পিক আপ ভ্যান দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল শ্রমিকরা। শনিবার বিকেল তিনটা নাগাদ ক্রান্তি ব্লকের গঙ্গাদেবী উত্তরপাড়া মিলন মোড় এলাকায় এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, প্রতিদিনের মতো এদিন একটি পিক আপ ভ্যানে গঙ্গাদেবী উত্তরপাড়া মিলন মোড় এলাকার পেভার ব্লকের রাস্তা দিয়ে কাজ থেকে ফিরছিলেন শ্রমিকরা। সেসময় আচমকা পিক আপ ভ্যানটির পিছনের চাকা বসে রাস্তা ধসে গিয়ে বসে যায়। যেহেতু পিক আপ ভ্যানটি নির্দিষ্ট গতিতে ছিল তাই কিছু হয়নি।