মোটর বাইকের চেনের মধ্যে পা ঢুকে গুরুতর আহত এক যুবককে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটে গাজোল ব্লকের ময়না গ্রাম এলাকায়। আহত যুবকের নাম মোজাফফর আলী (বয়স ৩৫ বছর)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন রবিবার বেলা প্রায় ১১টা নাগাদ মোজাফফর আলী নিজের মোটরবাইক স্টার্ট দেওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে যায়। সেই সময় তার পা সরাসরি মোটর বাইকের চেনের মধ্যে ঢুকে পড়ে। এর জেরে পা কেটে গিয়ে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন তিনি।ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত যুবকক