মানিকচক: জলীয়তি করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা প্রধান ও পঞ্চায়েত সদস্যের,হুমকির অভিযোগ তুলে সড়ব শেখপুরা গ্রামের পরিবারগুলি
মানিকচকের শেখপুরা গ্রামের শেখ জায়েদ নামে ব্যক্তির জমি জাল কাগজ তৈরি করে হাতিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্য আনজুম সাজিরা তার দলবল এর বিরুদ্ধে। আর এই সমস্ত কাজে ওয়ারিশ সার্টিফিকেট জাল তৈরি করতে সহযোগিতা করেছে পঞ্চায়েত প্রধান বলে অভিযোগ। কিন্তু যিনি প্রকৃত মালিক তার জমিতে 50 থেকে ৬০টি পরিবার বসবাস করে। প্রকৃত মালিকের কোন সমস্যা না হলেও পঞ্চায়েত সদস্য ও তার দলবল মিলে জমি ছেড়ে দিতে এই পরিবারগুলোকে হুমকি দিচ্ছে বলেই অভিযোগ।