আলিপুরদুয়ার ২: মহাকাল গুড়িতে গাছের মগডাল থেকে রাতের বেলায় যুবককে নামিয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ
খালি গায়ে গাছের মগ ডাল থেকে রাত দশটা নাগাদ নামিয়ে তাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। জিজ্ঞাসাবাদ এর পর জানা যায় তার বাড়ি কোচবিহার জেলায়। ২৪ বছরের যুবক সন্ধ্যা থেকেই মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের হাতির করিডোরে গাছে উঠে বসে ছিলেন। অনেক চেষ্টা করেও গ্রামবাসীরা তাকে নামাতে পারেননি অবশেষে পুলিশ গিয়ে তাকে গাছ থেকে নামায়।