পুরুলিয়া ২: পুরুলিয়া ২ নং ব্লকের হুটমুড়াতে আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন কাশিপুর ফুটবল টিম
পুরুলিয়া জেলা বিজেপির উদ্যোগে পুরুলিয়া দু নম্বর ব্লকের হুটমুড়া এলাকায় আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো আজ বিকালে । এই খেলায় পরস্পর মুখোমুখি হয়ে বলরামপুর দলকে ২ গোলে পরাজিত করে জয় লাভ করে কাশিপুর ফুটবল টিম । ফাইনাল পর্বের খেলায় পুরুলিয়ার সাংসদ এবং বিধায়কগণ সহ দলের রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন ।