সামশেরগঞ্জ: এক রাত, দুই সোনার দোকানে চুরি; থমথমে বাসুদেবপুর বাজার
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বাসুদেবপুরে এক রাতে দুটি সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার দুপুরে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ব্যস্ততম বাসুদেবপুর বাজারে পরপর দুটি সোনার দোকানের তালা ভেঙে চুরি চালায় দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে মালিকরা চুরির ঘটনা টের পান। সঙ্গে সঙ্গেই এলাকাজুড়ে শুরু হয় হইচই। দোকান দু’টি থেকে খোয়া গিয়েছে নগদ টাকা, সোনা ও বিভিন্ন দামী সামগ্রী।