বারাসাত হাসপাতালে এক গর্ভবতী মহিলাকে মারধর করার অভিযোগ নার্স ও ডাক্তারদের বিরুদ্ধে, এই ঘটনায় আজ বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানালেন পরিবারের সদস্যরা দুপুর দুটো নাগাদ।
বারাসাত ১: গর্ভবতী মহিলাকে মারধর করো অভিযোগ বারাসাত হাসপাতালের নার্স ও ডাক্তারদের বিরুদ্ধে, উপযুক্ত শাস্ত্রের দাবি জানানো পরিবারের - Barasat 1 News