বেলডাঙা ১: ৪ ঠা ডিসেম্বর বহরমপুরের মুখ্যমন্ত্রীর সভায় বেলডাঙা থেকে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ নিয়ে আসবেন তৃণমূল বিধায়ক
রাত পোহালে জেলায় আসছে মুখ্যমন্ত্রী। তার আগে শুরু হয়েছে পুলিশি তৎপরতা। তৃণমূল কংগ্রেস কর্মীরা উৎসাহিত, উৎসাহিত প্রত্যেকটি বিধায়কেরা। এদিন বেলডাঙ্গার বিধায়ক প্রস্তুতি সভা সেরে আমাদের সংবাদ প্রতিনিধির টেলিফোন লাইনে জানান আগামী চৌঠা ডিসেম্বর বহরমপুরের সভার স্থলে বেলডাঙা থেকে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ নিয়ে সবার স্থলে হাজির হবো।