নানুর: কীর্ণাহার প্রবীণ সমিতির সাপ্তাহিক সাহিত্য সভার আয়োজন, উপস্থিত- বিশিষ্ট সাহিত্যিক রা
Nanoor, Birbhum | Sep 20, 2025 কীর্ণাহারের জনা পঞ্চাশেক প্রবীণ ও সাহিত্য প্রেমী দের নিয়ে আজ অর্থাৎ শনিবার বিকেলে কীর্ণাহার প্রবীণ সমিতির সভাকক্ষে আয়োজিত হলো সাপ্তাহিক সাহিত্য সভার। যেখানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সাহিত্যিক চাঁদ রায়, অসিম ভট্টাচার্য, গণপতি ঘোষ প্রমুখ। এদিন প্রবীণ সমিতি ও শমী সাহিত্য সভার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল ওই সভার। যেখানে বিভিন্ন ধরনের কবিতা পাঠ, সাহিত্যের বিষয়ে আলোচনা সহ আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।