কোলাঘাট: কলাঘাট থানার অন্তর্গত কুমারঘাট গ্রামে হোশিয়ারি কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলে দুটো ইঞ্জিন ও কোলাঘাট থানার পুলিশ
কলাঘাট থানার অন্তর্গত কুমারঘাট গ্রামে হোশিয়ারি কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলে দুটো ইঞ্জিন ও কোলাঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ কারখানার আগুন লাগে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। কি কারনে আগুন ক্ষতিয়ে দেখছে কলাঘাট থানার পুলিশ। প্রাথমিক অনুমান কারখানা শর্ট সার্কি বা বাজির ফুলকি এসে আগুন লাগতে পারে তদন্ত চলছে। কারখানায় কয়েক লক্ষ টাকা দব্য ক্ষতির আশঙ্কা।