আবারো কাউন্সিলর নারু গোপাল ভগতের মানবিক উদ্যোগ চোখে পড়ল শহর বর্ধমানের আলমগঞ্জে। আলমগঞ্জের বাসিন্দা হরি নারায়ন সাউ পরিবারের সদস্যরা বহুদিন ধরে ভাঙ্গা বাড়ি চাচের বাড়িতে বসবাস করতেন। রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে কষ্টের মধ্যে দিন কাটত তাদের। অবশেষে বর্ধমান পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারু গোপাল ভগত এর উদ্যোগে তিনি নিজে এসে কথা বলেন সেই পরিবারের সাথে। জানা যায় হরি নারায়ন সাউ বিগত কয়েকবছর আগে মারা যান