আলিপুরদুয়ার ১: মহাসড়কের কাজে জল নিকাশি বন্ধ,ক্ষুব্ধ হয়ে সাহেবপোতায় জাতীয় সড়ক অবরোধ করে মহা সড়কের কাজ বন্ধ করলো স্থানীয়রা
শনিবার থেকে লাগাতার বৃষ্টির জেরে মহা সড়কের জন্য বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে।আলিপুরদুয়ার -১ ব্লকের সাহেবপোতা এলাকায় মহা সড়কের কাজের জন্য বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে।একদিকে যেমন অনেকের বাড়িতে জল উঠেছে তেমনই আবার চাষের জমিতেও জল আটকে রয়েছে। নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় জল বিভিন্ন জায়গা থেকে বের হতে পারছে বলে অভিযোগ।