মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের কাশিমনগর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম সহ একাধিক এলাকার বিশিষ্টজনেরা। সোমবার বিকেলে জানা গিয়েছে, বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে নিম্নবুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।