নবদ্বীপ: শহরের অন্যতম বিগ বাজেটের পুজো মনিপুর সর্বজনীন দুর্গোৎসব,ষষ্ঠীতেই সেজে উঠেছে মন্ডপ থেকে প্রতিমা
Nabadwip, Nadia | Sep 28, 2025 এবছরের পুজোর থিম লাল নীল সবুজের মেলা বসেছে,চারিদিকে আলো করে উমা এসেছে,শারদীয়া উৎসব মানেই শহরের দক্ষিণাঞ্চল মনিপুর ও ঘোষপাড়া পঞ্চদশপল্লী,বিগত বছরের ন্যায় এবছরও নতুন থিম ভাবনার পাশাপাশি সাধারণ মানুষকে সবুজ বাঁচানোর বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর মনিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি,প্রতিবছরের মতো এবছরও নতুনত্বে ভরপুর মণিপুরের দুর্গাপুজো,উদ্যোক্তাদের দাবি,চৈতন্য ভূমি নবদ্বীপ শহরে শারদীয়া উৎসবে বড় আকারে থিম পুজো তাদের হাত ধরেই শুরু হয়েছে।