শীতলকুচি: শীতলকুচি হাসপাতাল পাড়া এলাকা থেকে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার পুলিশের ,ঘটনায় গ্রেপ্তার এক জন মহিলা
রবিবার শীতলকুচি বাজার হাসপাতাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে 286 বোতল ফেনসিডিল ও ১৭৯৪ এস কফ আর ৪৭ হাজার নগত টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে শীতলকুচির হাসপাতাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক বাড়ি থেকে ২৮৬ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও ১৭৯৪ টি এস কফ এবং নগদ ৪৭ হাজার টাকা উদ্ধার হয়। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।