বিনপুর ১: বালি পাচার তদন্তের ED র হানা,লালগড় ব্লকের সিজুয়াতে বালি খাদানে ED র অভিযান
বালি পাচার তদন্তের ইডির হানা, বৃহস্পতিবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নং ব্লক অর্থাৎ লালগড় ব্লকের সিজুয়াতে সৌরভ রায়ের বালিখাদানে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। জানা গেছে ইডির হানার সময়ও বালি তোলা চলছিল সিজুয়াতে দাঁড়িয়ে ছিল সারি সারি বালির লরি।