বর্ধমান ১: গ্যাস সিলিন্ডার, হাতঘড়ি ও অন্যান্য জিনিসপত্র চুরির ঘটনার অভিযোগে পলেমপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করলো খণ্ডঘোষ পুলিশ
ধৃতের নাম চঞ্চল পাত্র। খণ্ডঘোষ থানার পলেমপুরে তার বাড়ি। রবিবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ভির্ত গ্যাস সিলিন্ডার, মাের্বল কাটার মেশিন, হাতঘড়ি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খণ্ডঘোষ থানার পলেমপুর গ্রামের বাসিন্দা নিতাইচন্দ্র ঘোষের বাড়িতে শুক্রবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে বাড়ি লাগোয়া দোকানের শাটারে তালা দিতে ভুলে যান তিনি।