মগরাহাট ১: উস্তি সিপিএমের এরিয়া কমিটির পক্ষ থেকে একতারা অঞ্চলে ঘটকপুকুর মোড়ে সিপিএমের বুক স্টলের উদ্বোধন করা হয়।
উস্তি সিপিএমের এরিয়া কমিটির পক্ষ থেকে একতারা অঞ্চলের ঘটকপুকুর মোড়ে শারদীয়া উৎসব উপলক্ষে বুক স্টলের উদ্বোধন করা হয় উক্ত এই বুক স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উস্থি সিপিএমের এরিয়া কমিটির শীর্ষ নেতৃত্বরা এবং কর্মী সমর্থকেরা।