মঙ্গলকোট: তৃণমূলের কর্মীরা রক্ত দিতে রাজি আছে, কিন্তু বাংলার স্বাধীনতা দিতে রাজি নয়, মঙ্গলকোটের প্রতিবাদ মিছিল থেকে হুঙ্কার MLA-র
তৃণমূলের কর্মীরা রক্ত দিতে রাজি আছে, কিন্তু বাংলার স্বাধীনতা দিতে রাজি নয়। আইপ্যাকের অফিসে ইডি হানার প্রতিবাদে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ মঙ্গলকোটের লাখুরিয়ায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল। সেই মিছিলে হাঁটেন বিধায়ক অপূর্ব চৌধুরী, ব্লক তৃণমূলের সভাপতি রামকেশব ভট্টাচার্য সহ অনান্যরা। তৃণমূলের অভিযোগ, সামনেই বিধানসভা নির্বাচন। ফলোতো দলীয় তথ্য চুরির উদ্দেশ্যেই বিজেপির এমন সড়যন্ত্র। রাজনৈতিকভাবে না পেরে, এখন CBI ও ED-কে দিয়ে তৃণমূলকে দমাতে চাইছে।