ময়না: "নন্দীগ্রামে দাঁড়ালে গণতান্ত্রিকভাবে প্যান্ট খুলে কালীঘাটে পাঠিয়ে দেবো" অভিষেককে নন্দীগ্রামে হুঁশিয়ারী BJP নেতার
দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াবেন বলে মন্তব্য করেছেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এ সম্পর্কে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি নেতা প্রলয়পাল বলেন নন্দীগ্রামে দাঁড়ালে গণতান্ত্রিকভাবে প্যান্ট খুলে কালীঘাটে পাঠিয়ে দেবো |তার পিসিকে যেভাবে মাথায় চুন কালি করে পাঠানো হয়েছে ঠিক সেই ভাবেই পাঠানো হবে |