শীতলকুচি: পঞ্চারহাট এলাকায় প্রতিবেশী দুই মহিলার দ্বন্দ্বে মহিলা মৃত্যুর ঘটনার পুনঃনির্মাণ করল পুলিশ
পঞ্চারহাট এলাকায় গবাদি পশু জমিতে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারধরের ঘটনায় মৃত্যু হয় এক মহিলার।মৃতের পরিবার দাবি করেন মারধরের ফলে মৃত্যু হয়। বৃহস্পতিবার সেই ঘটনার পুনঃনির্মাণ করল পুলিশ । প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত পঞ্চারহাট এলাকার।বুধবার শীতলকুচি থানার পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে।বৃহস্পতিবার পুলিশ অভিযুক্তদের নিয়ে সেই ঘটনার পুন নির্মাণ করে।