করিমপুর ১: শনিবারে নদীয়া জেলার দূর্গা পূজার কার্নিভালে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়
শনিবারে নদীয়া জেলার দূর্গা পূজার কার্নিভালে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, শনিবার বিভিন্ন জেলায় জেলায় দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠিত হয় সেই সঙ্গে নদীয়া জেলার পুজো কার্নিভালও আয়োজন করা হয় আর এই কার্নিভালে উপস্থিত হন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, করিমপুরে তিনটি পূজা কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করে বলে সূত্র মারফত জানা যায় আর শনিবার রাত ৮ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়।