ধর্মনগর: কালা ছড়া আর ডি ব্লকের অন্তর্গত প্রত্যেক রায় কমিউনিটি হলে ব্লক বিত্বিক এক দিবসীয় এল এস ডিজি বিষয়ক প্রশিক্ষণ শিবির
কালা ছড়া আর ডি ব্লকের অন্তর্গত প্রত্যেক রায় কমিউনিটি হলে ব্লক বিত্বিক এক দিবসীয় এল এস ডিজি বিষয়ক প্রশিক্ষণ শিবির । উপস্থিত উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু শর্মা, এগ্রি স্ট্যান্ডিং কমিটির সদস্য বিকাশ নাথ সহ অনান্যরা।